নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার মান্দ্রা ভাগ্যকুল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব জানান, নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীনগর উপজেলার মান্দ্রা ভাগ্যকুল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার মাদক ব্যবসায়ী পলাতক আসামী মোঃ শাহআলম সারেং এর বাড়ি তল্লাশী চালিয়ে খাটের নিচে থাকা বস্তার ভিতর থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। এতে মাদক দ্রব্য গাঁজা বহনকারী মাদক ব্যবসায়ী শাহআলম সারেং (৪১) পলাতক রয়েছে। পলাতক আসামী শাহআলম সারেং শ্রীনগর উপজেলার মান্দ্রা ভাগ্যকুল এলাকার মৃত রাজ্জাক সারেং এর ছেলে। আসামীর বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।