নিজস্ব প্রতিবেদক
গতকাল শুক্রবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এপেঃ এম জামাল হোসেন মন্ডল। সভাটি পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জিয়াউর রহমান জীবন। উক্ত সভায় আলোচনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সামসুল হুদা হিটু, আলোচনা সভায় অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভাটি শুরু হলে সকলেই একমত পোষণ করে বলেন, কোভিড-১৯ করোনাভাইরাস মহামারিতে আমাদের সকলের জীবন ও জীবিকার গতিকে থামিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমত আমরা তা থেকে ধীরে ধীরে মুক্ত হতে চলেছি। তাই আগামীতে ক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করতে আমরা সকলেই একমত পোষণ করছি। এছাড়াও সভায় অংশগ্রহণ করেন মোঃ সাইদুর রহমান, মোঃ কামাল হোসেন, আনোয়ার হোসেন, তুহিন, সুমন, শরীফ, রাজ মল্লিক, এস এম সোহেল, মাসুদ আলম, তোফাজ্জল হোসেন শিহাব প্রমুখ।
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব এর বিশেষ সভা অনুষ্ঠিত
আগের পোস্ট