নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জেলা আহ্বায়কের ক্ষমতাবলে মুন্সীগঞ্জ সদর, শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং, টঙ্গীবাড়ী, গজারিয়া ও মুন্সীগঞ্জ এবং মিরকাদিম পৌরসভার জাতীয় পার্টির সকল পদ বিলুপ্তি করা হয়েছে বলে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ জামাল হোসেন জানান, গত ২ এপ্রিল থেকে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সকল পদ বিলুপ্তি করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।