নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জেলার আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরেন এবং জেলার সকল নাগরিকের নিরাপত্তা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তার বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটির উপস্থিত সদস্যবৃন্দের পাশাপাশি জেলার সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এসময় সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জসীমউদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।