নিজস্ব প্রতিবেদক
ইয়ূথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ মুন্সীগঞ্জের আয়োজনে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একটি ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই ভ্রাম্যমাণ তথ্য কেন্দ্রে সেবাগ্রহীতাদের মাঝে হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগ সেবা, রোগ নির্ণয় পরীক্ষা সেবা, জরুরী বিভাগের সেবা, মেডিকোলিগ্যাল সেবাসহ বিভিন্ন সেবার তথ্য, তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক লিফলেট এবং টিআইবি-সনাক এর ধারণাপত্র বিতরণ করেন মুন্সীগঞ্জ ইয়েস সদস্যরা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু হেনা মুহাম্মদ জামাল ও কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন সনাক সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন। সনাক সভাপতি মোঃ ফজলুর রহমানসহ বিভিন্ন সময়ে এতে উপস্থিত ছিলেন ইয়েস দলনেতা ইসমত জাহান ইতু, সহ-দলনেতা নুসরাত জাহান ফারিয়া ও তুষ্ট দাস, সদস্য মুন্না ঢালী, মিনহাজুল ইসলাম, শারমিন আক্তার জয়া, আশিকুর রহমান, রিয়া মনি, আলিফ আক্তার, মারিয়া আক্তার, সৌরভ দাস, শাহাদাৎ হোসেন, ফাহিমা আক্তার, ফৌজিয়া হাসান, মাইসা রহমান, নাফিসা ইকবাল তানিশা, এসিজি সদস্য মোঃ ইব্রাহিম, টিআইবি মুন্সীগঞ্জের এরিয়া কো-অর্ডিনেটর ও অফিস সহায়ক প্রমুখ।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ইয়েস গ্রুপের তথ্য প্রদান ; স্বাস্থ্যসেবার বিস্তারিত তথ্য পেলেন সাড়ে তিন’শ সেবাগ্রহীতা
আগের পোস্ট