নিজস্ব প্রতিবেদক : “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান” -এই স্লোগানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ।
গত সোমবার সকাল ৮টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসকদের আয়োজনে বাংলা নতুন বছর-১৪৩২ কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। সকাল ১০টার দিকে নার্সিং ইনস্টিটিউট মুন্সীগঞ্জের আঙ্গিনায় চিকিৎসক পরিবারসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হৈ-হুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাম্মদ কবীর বলেন, বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, বাঙালি ঐতিহ্য যেন কখনো হারিয়ে না যায়, সেজন্য বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।
তিনি স্বাস্থ্য সেবায় অগ্রগতি ও দেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। পহেলা বৈশাখ উপলক্ষে দুপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। যেমন- পান্তা ইলিশ, বেগুন ভাজা, ডিম ভাজা, ভর্তাসহ নানা মুখরোচক খাবার। এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে ছিল বৈশাখী উপহার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও দুপুরের খাবার। সবমিলিয়ে বাংলা নববর্ষ অনুষ্ঠানটি হয়ে ওঠে চিকিৎসকদের মিলনমেলা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাম্মদ কবীর। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ দেওয়ান নিজাম উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এহসানুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ সাঈদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ মফিজুল ইসলাম, অধ্যাপক ডাঃ মুরাদ প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ শৈবাল বসাক ও ডাঃ সুমনা ইয়াসমিন।