নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আবুল কাসেমের (৪৩) করোনা শনাক্ত হয়েছে। গত সোমবার তার কার্যালয় থেকেই নমুনা সংগ্রহ করা হয়। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার নিজ বাসায় রয়েছেন। মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ গতকাল বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের জানান, তার পজিটিভ রিপোর্ট এসেছে। গতকাল বৃহস্পতিবার এই পর্যন্ত একটিমাত্র রিপোর্টই আসে। সিভিল সার্জনের এই হিসাব অনুযায়ী মুন্সীগঞ্জে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৮ জন। আর আইইডিসিআর এর অফিসিয়াল ওয়েব সাইডের তথ্য অনুযায়ী মুন্সীগঞ্জে আক্রান্তের সংখ্যা এখনো ৬১ জন। তবে বাকী তিনজনের রিপোর্ট এখনও মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগে আসেনি বলে জানান তিনি। স্বাস্থ্যবিভাগ জানান, তিনি নারায়ণগঞ্জ থেকেই আসা যাওয়া করছিলেন।