নিজস্ব প্রতিবেদক
জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে প্রশিক্ষণার্থীদের মাঝে। জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীরা ৭ দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেয়। সমাপনী দিন গত শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়ামে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। মুন্সীগঞ্জের নাট্যব্যক্তিত্ব হুমায়ন ফরিদির সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়ন প্রধান প্রশিক্ষক আলেকজান্ডার বো, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন, কারাতে ব্লাক বেলড ফোরডেন সহকারি প্রশিক্ষক নুর মোহাম্মদ, বি কে এফ সদস্য ময়নুল হোসেন, সাংবাদিক মাসুদ রানা প্রমুখ। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় গত ২২ নভেম্বর জেলা ভিত্তিক ৭ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়।