নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদরের ছোট মাকুহাটি এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের এ মাদক জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতা বাবু গাজী পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এস আই মোঃ ইয়াসিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ছোট মাকুহাটি গ্রামের জনৈক করিম গাজীর বসতবাড়ির গেটের সামনে অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত বাবু গাজী পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭শত পিস ইয়াবা ট্যাবলেট ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উক্ত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীর সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের এবং তৎপ্রেক্ষিতে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও অভিযুক্ত বাবু গাজীকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।