নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ মোঃ আলী মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী আলী মিয়া সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকালে মুন্সীগঞ্জ সদরের ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আটককৃত আসামী মোঃ আলী মিয়া (৩৫) এর নিজ বাড়ি থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়। তিনি একাধিক মাদক মামলার আসামী। আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রস্তুতি চলছে বলেও জানায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মুন্সীগঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামী গ্রেফতার
আগের পোস্ট