নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রতিটি মানুষ এখন ঘরবন্দী। তারই সুযোগ নিয়ে এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার বৈখর বিলেরকানি এলাকায় দুটি দোকানে ও রনছর পুলে ১ দোকানে চুরি হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা বিলেরকানি সেবা টু ফার্মেসি, ভাই ভাই ষ্টোর এবং রনছর পুলে রানা ড্রাগ হাউসে এ চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সেবা টু ফার্মেসি এর প্রোপ্রাইটর আলমগীর হোসেন জানান, শুক্রবার গভীর রাত্রে অজ্ঞাতনামা চোরেরা সাঁটারের নিচে ভেঙে দোকানের ভিতরে ঢুকে ২টি দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা ও ৯ হাজার টাকার বিভিন্ন মোবাইল রিচার্জ কার্ড চুরি করেছে। ঘটনার বিষয়ে সদর থানায় অভিযোগ করেছি। অপরদিকে রানা ড্রাগস হাউসের প্রোপ্রাইটর রানা জানান, আমার দোকানে চোর ঢুকেছে কিছু ঔষধ চুরি হয়েছে। তবে কত টাকার ঔষধ চুরি হয়েছে তা এখন বলতে পারবোনা। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার এস আই হারুনুর রশিদ জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। আমি সরেজমিনে গিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সীগঞ্জে ১ রাতে ৩ দোকানে চুরি
আগের পোস্ট