নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে করোনাকালীন জরুরী অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে দুইটি সামাজিক ও সেবামূলক সংগঠন ‘নাগরিক সমন্বয় পরিষদ’ ও ‘একই বৃত্তে পঁচিশ’কে দ্বিতীয় ধাপে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে জিপিএইচ গ্রুপ। এর আগে দিয়েছে আরো ৫০টি অক্সিজেন সিলিন্ডার। গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে জিপিএইচ গ্রুপের উদ্যোগে দুটি সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানকে ২য় ধাপে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। জিপিএইচ গ্রুপের পক্ষ থেকে একই বৃত্তে পঁচিশ সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন, আবিদ হোসেন এসব সিলিন্ডার হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, প্যানেল মেয়র এবং একই বৃত্তে পঁচিশ-এর সাধারণ সম্পাদক মো. সোহেল রানা রানু, কাউন্সিলর নার্গিস আক্তার, আবু সাত্তার মুন্সী, নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক সুজন হায়দার জনি, মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, নাগরিক সমন্বয় পরিষদের সদস্য আহসান হাবিব প্রমুখ।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে জিপিএইচ গ্রুপের প্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, এর আগেও আমরা এই দুটি সংগঠনকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছি। এবার দ্বিতীয় ধাপে আরো ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। অক্সিজেন সিলিন্ডার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নাগরিক সমন্বয় পরিষদের আহবায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনি বলেন, আমাদের আহবানে সারা দিয়ে জিপিএইচ গ্রুপ আরো ৫০টি সিলিন্ডার প্রদান করায় আমরা আনন্দিত। ইতিপূর্বে আমরা এই গ্রুপের পক্ষ থেকে ৫০টি সিলিন্ডার পেয়েছিলাম। এখন মোট ১০০টি অক্সিজেন সিলিন্ডার হলো। এগুলো দিয়ে মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে আমরা সেবা দিতে পারবো।