নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসচাপায় মোঃ আল ইমরান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত কিশোর সমষপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাস্তা পার হতে গিয়ে মাওয়াগামী ডিএম পরিবহণের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় আল ইমরানের। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে। বিকালে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।