নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে মুন্সীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে স্বামী মো. ফজলু মিয়া। ঘটনাটি ঘটেছে পঞ্চসার এলাকার তালতলায়। ফজলু মিয়া জানান, ১১ বছর আগে বিয়ে করেন চম্পা আক্তারকে। সংসার জীবনে আমাদের একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে। তাদের নিয়ে সুখেই সংসার চলছিলো। কিন্তু কয়েক বছর ধরে আমার স্ত্রী পাশের বাড়ির এক ছেলের সাথে পরকীয়া করে আসছে বলে জানতে পারি। এ নিয়ে নানা সময়ে তার সাথে আমার ঝগড়া-বিবাদ চলে। সব শেষে গত ১৪ জুন সকাল ১০টায় ছেলেকে মাদ্রাসায় নেয়ার কথা বলে আর বাড়ি ফিরেনি। পরে জানতে পারি, সে ঘরে থাকা ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার যার মূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা, এছাড়াও নগদ ৪০ হাজার টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়। তাকে বর্তমানে নানা স্থানে খুঁজেও পাওয়া যাচ্ছে না। এদিকে এ অবস্থায় মাকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ছয় বছরের ছেলে আলী ও নয় বছরের মেয়ে ফাতেমা।
থানায় অভিযোগ বিষয়ে সদর থানার এস আই হাবিব জানান, আমরা খোঁজ নিচ্ছি। আশা করছি, দুই-একদিনের মধ্যে সন্ধান পেয়ে যাবো।
মুন্সীগঞ্জে স্ত্রীর পরকীয়ায় নিঃস্ব স্বামী
আগের পোস্ট