নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিস মুন্সীগঞ্জের আয়োজনে জেলখানা রোডস্থ হোয়াইট হাউস এর ২য় তলায় আনন্দ কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় ব্যাংকটির মুন্সীগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবদুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় ঢাকার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাউথ এর জেনারেল ম্যানেজার গিয়াস উদ্দিন মাহমুদ। এতে অংশ নেয় প্রিন্সিপাল অফিস মুন্সীগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন ১৮টি শাখার ম্যানেজারবৃন্দ।