নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনে নির্বাচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ২৬ এপ্রিল সুন্নী মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় মুন্সীগঞ্জ শহরের লিচুতলা এলাকায় দক্ষিণ কোর্টগাঁও সুন্নী জামে মসজিদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও সুন্নী ইমাম ওলামা পরিষদের নেতৃবৃন্দ এই প্রস্তুতি সভায় অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সদস্য মাহমুদ মোস্তফা জিলানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ মহিউদ্দিন হামিদী ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব মাওলানা আবু নাসের মোঃ মুসা।
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ মঈন উদ্দিন আল কাদেরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ এফ এম আরিফুজ্জামান দিদার, ১নং সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী প্রমুখ।