নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে ইস্কেন সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন করেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীর তীরে ইস্কেন সিমেন্টের ক্লিংকার ব্যাপক ক্ষতির অভিযোগ এনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনকারীরা বলেন, ইস্কেন সিমেন্টের ক্লিংকার বাতাসে উড়ে আমাদের বাড়িঘর নষ্ট হচ্ছে। এছাড়া পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। বারবার কোম্পানির কর্মকর্তাদের অবহতি করেও কোনো প্রতিকার পাচ্ছিনা। এতে করে আমাদের ঘরে যেমন ক্লিংকারের ধুলো ঢুকে পড়ছে তেমনি নষ্ট হচ্ছে রান্না করা খাবার। ফলে আমাদের সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে চরমভাবে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। অতি দ্রুত কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।
মুন্সীগঞ্জে সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
আগের পোস্ট