নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির সরকারি বই বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামের স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ ফটকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আটক করা ওই বইগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরত নেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন জানান, দু’দিন পরই এসএসসি পরীক্ষা। তাই কক্ষ পরিষ্কার করার জন্য ভেতরে থাকা পুরাতন বই বাইরে আনা হয়। এরপর ওই বই কে বা কারা পিকআপ ভ্যানে বোঝাই করে নিয়ে যাচ্ছিলো। এমন সময় শিক্ষার্থীরা বই বোঝাই পিকআপ আটকে ক্যাম্পাসে নিয়ে আসে।
তিনি বলেন, পরবর্তীতে এ ঘটনার সঙ্গে ২ জন শিক্ষক জড়িত রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে বইগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর রাখা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রদীপ পাল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি জানতে পেরেছেন, বইগুলো বিক্রির উদ্দেশ্যে পিকআপে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিলো। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।