নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে নুতন করে আরও ছয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৪৩। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের। নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার তিনজন, টঙ্গীবাড়ীর দুইজন এবং সিরাজদিখান উপজেলার একজন রয়েছেন। গতকাল শনিবার মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৯ জন, গজারিয়ায় আটজন, টঙ্গীবাড়িতে ১০ জন, সিরাজদিখানে সাতজন, শ্রীনগরে চারজন এবং লৌহজং উপজেলার পাঁচজন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানায়, মুন্সীগঞ্জ সদরে নতুন শনাক্তদের তিনজনের মধ্যে দুইজন চর মুক্তারপুর এলাকার পুরুষ শ্রমিক। এরা ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন। এদের মধ্যে একজনকে (২৪) গত শুক্রবারই রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে, অপরজন (২৮) এখন মুক্তারপুরে আছেন। তাকে হাসপাতালে পাঠানো হচ্ছে। এছাড়া সদর উপজেলার হাতিমারার জোড়ার দেউল গ্রামের বৃদ্ধের (৭৭) নমুনা নেওয়া হয় মৃত অবস্থায়। টঙ্গীবাড়ি উপজেলার শনাক্তদের দুইজনই মান্দ্রা গ্রামের পুরুষ (৪২) ও (২৪)। নারায়ণগঞ্জে মারা যাওয়া এক ব্যক্তিকে এই গ্রামে দাফন করা হয়। সেই সূত্রে তারা সংক্রামিত হয় বলে ধারণা করা হচ্ছে। অপরজন সিরাজদিখান উপজেলার আকবরনগর গ্রামের বৃদ্ধ (৬০)। তিনি ইছাপুরাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কেন্দ্রে আছেন। তাকে ঢাকার কোনও হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে। মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ আরও জানান, এ পর্যন্ত ২৫৩ জনের সোয়াব জাতীয় রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। যার মধ্যে ২৪৫ জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট এসেছে। গতকাল শনিবার সকালে পাঠানো হয়েছে আটজনের নমুনা। এই আটজনের নমুনার ফলাফল (আজ) রবিবার আসার কথা রয়েছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সন্দেহভাজন ৪৩ জনের পজিটিভ এসেছে, নেগেটিভ এসেছে ২০২ জনের। এদিকে শহরের বাসিন্দাদের বাসা থেকে বের না হতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জে মোট করোনা শনাক্ত ৪৩, মৃত্যুবরণ করেছে ৫ জন
আগের পোস্ট