রমজানে খাদ্যসামগ্রীর দাম কমানোর আহ্বান জানালেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ শহরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল বের হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের কোটগাঁও এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীর সামনের সড়কে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। দিনের বেলা হোটেল, রেস্তোরা বন্ধ রাখা এবং রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ¦ মুফতি ইমদাদুল হক আরেফি, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কারিমী, সহ-সভাপতি মুফতি ছানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা শাহআলম, জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ হাফেজ মাওলানা সাঈদ আহম্মেদ প্রমুখ।