নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ শহরে মাস্কের দাম বেশি রাখায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ দোকানীকে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাস্কের দাম বেশি রাখায় শহরের কাচারি চত্বরের শরিফ প্লাজার মাহাদিন ফার্মেসীকে ৪ হাজার, সদর রোডের সিহাব কালেকশনকে ২ হাজার, সুপার মার্কেটের হালিম ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে দোকানীদের সর্তক করে দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আসাদ বলেন, জনগনকে জিম্মি করে যে সকল অসাধু অতিরিক্ত দাম নিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।