নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়েছে। গত সোমবার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসাবউদ্দিন (৪০), হারুন বেপারী (৫১) ও জাকির হোসেন গাজী (৪৫) কে মাদক সেবনের দায়ে আটক করে ডিএনসি। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। আটককৃতদের মধ্যে আসাবউদ্দিনকে ৬ মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। হারুন বেপারীকে ৬ মাসের কারাদন্ড ও ৯ শত টাকা অর্থদন্ড এবং জাকির হোসেনকে ৩ মাসের কারাদন্ড ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এ সাজা প্রদান করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মণ। আসাবউদ্দিন হচ্ছে সদর উপজেলা শাঁখারীবাজার এলাকার মৃত আজিজ বেপারীর ছেলে, হারুন বেপারী হচ্ছে সদরের মৃত হান্নান বেপারীর ছেলে এবং জাকির হোসেন হচ্ছে উত্তর ইসলামপুর এলাকার মৃত হোসেন গাজীর ছেলে।
মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদন্ড
আগের পোস্ট