নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ভেজাল খাদ্য প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে কনসাল্টিং ফার্ম ড়সি মিডিয়ার ব্যবস্থাপনায় ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডাক্তার মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, ডা. মোঃ সোহাগ হাসান, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। এ কর্মশালায় জেলার ১২টি রেস্টুরেন্ট ও বেকারির মালিক বা স্বত্ত্বাধিকারীসহ ২৫ জন অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা ভেজাল খাদ্য প্রতিরোধে ভোক্তা এবং উৎপাদন ও বিপণনের সাথে জড়িত সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। নিরাপদ ও ভেজালমুক্ত খাবার পাওয়া জনগণের মৌলিক অধিকার বলে কর্মশালায় গুরুত্বের সাথে উত্থাপন করেন।
মুন্সীগঞ্জে ভেজাল খাদ্য প্রতিরোধ শীর্ষক ওয়ার্কসপ অনুষ্ঠিত
আগের পোস্ট