নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদর থানার উত্তর মাকহাটি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগাজিনসহ মোঃ মঈন উদ্দিন মোহন (৩৯) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গত শুক্রবার রাতে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজুর পর আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ আসামীকে আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলহাজতে প্রেরণ করেন। গ্রেপ্তারকৃত আসামী মোহন সদরের মহাকালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও পূর্ব মাকহাটি গ্রামের মোবারক আলীর ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, গোপন সংবাদে খবর পেয়ে শুক্রবার রাত ৭টার দিকে সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামে অভিযান চালিয়ে মঈন উদ্দিন মোহন (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার বিকেলে সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজুর পর আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ আসামীকে আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে।