নিজস্ব প্রতিবেদক
দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মুন্সীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের ৩ দিন মেয়াদি ওরিয়েন্টেশন কোর্স শুরু হচ্ছে। আগামী শুক্রবার থেকে এই ওরিয়েন্টেশন কোর্সে ভর্তি শুরু হবে। প্রশিক্ষণ শেষে অনলাইনে ১০০ টাকা প্রদান করে সনদ পাওয়া যাবে। অভিবাসীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, বিদেশ থেকে বৈধপথে অর্থ পাঠানোর উপায়, চুক্তিপত্র অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয় সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হবে।
মুন্সীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শাহনাজ আক্তার জানান, এখানে বিদেশগামী কর্মীদের আগামীকাল ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। ভর্তি প্রক্রিয়া সবসময় চলবে। ৩ দিন পর একটি নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। প্রতি ব্যাচে ১০০ জন ভর্তি করা হবে। কোর্স ফি ২০০ টাকা।
মুন্সীগঞ্জে বিদেশগামী কর্মীদের ৩ দিন মেয়াদি ওরিয়েন্টেশন কোর্স শুরু হচ্ছে
আগের পোস্ট