নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনা সমর্থকরা। আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিলে ব্রাজিলের সমর্থকদের অংশ নিতে দেখা গেছে। জেলা শহরের আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে দুপুর সাড়ে ৩টার দিকে জেলা স্টেডিয়ামের সামনে থেকে আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে মিছিলটি বের হয়। জেলা শহরের কাচারি-সুপার মার্কেট ও দর্পনা সিনেমা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এতে অংশ নেয় কয়েক শতাধিক আর্জেন্টিনা সমর্থক। এসময় মোটরসাইকেল ও ট্রাকেও অংশ নেয় সমর্থকরা। ছোট পতাকার পাশাপাশি ৫০ মিটার পতাকা উড়িয়ে আর্জেন্টিনা, মেসিসহ নানা স্লোগান দেয় তারা। আয়োজকদের একজন আশরাফুল হাসান রাজু বলেন, এটা মেসির শেষ বিশ্বকাপ। আমাদের প্রত্যাশা মেসির হাতে তার শেষ বিশ্বকাপটি উঠুক। তাহলেই দীর্ঘদিনের বিশ্বকাপ পাওয়ার অপেক্ষা ঘুচবে আর্জেন্টিনার সকল সমর্থকদের।
শোভাযাত্রাটি বিকাল সাড়ে ৪টার দিকে জেলা শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
মুন্সীগঞ্জে প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে মিছিল
আগের পোস্ট