নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মহাখালি গ্রামে পুকুরের পানিতে ডুবে আমেনা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মহাখালি গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে। মৃত আমেনা মহাখালি গ্রামের নাজির মিয়ার কন্যা। স্থানীয়রা জানান, শিশু আমেনা সমবয়সীদের সাথে বাড়ীর পাশে খেলাধুলা করছিলো। এক পর্যায়ে পা পিছলে পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। সাথে থাকা শিশুরা বাড়ীতে খবর দিলে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করে শিশু আমেনাকে উদ্ধার করে। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রণয় মান্না দাস শিশুটিকে মৃত ঘোষণা করে।
মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আগের পোস্ট