নিজস্ব প্রতিবেদক
গতকাল বুধবার মুন্সীগঞ্জ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বিপিএএ। পিটিআই সুপারিনটেনডেন্ট মো. কুব্বত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আয়েশা আক্তার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও লক্ষ্মণ কুমার দাশ, সহকারী সুপারিনটেনডেন্ট রিয়াজুল ইসলাম প্রমুখ।
এদিকে একই দিনে মুন্সীগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট সভাকক্ষে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) ২০২৪ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন বিপিএএ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ পিটিআই সুপারিনটেনডেন্ট মোঃ কুব্বত আলী খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল। এসময় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখা, ঠিকমত স্কুলে আসা, মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে সে ব্যাপারে অভিভাবকদের সাথে যোগাযোগসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।