জস্ব প্রতিবেদক
গতকাল রবিবার “গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৩’ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপ-পরিষদের উদ্যোগে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মুন্সীগঞ্জ-এ গর্ভবতী মায়েদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ জেলা শাখার কার্যকরী সদস্য আক্তার জাহান খুকু এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এম ও ডাঃ মনোয়ার বেগম। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সহ-সভাপতি হামিদা খাতুন। এসময় মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা আক্তার, জেলা শাখার স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদা আক্তার, জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এফডব্লিউভি মাজেদা আক্তার টগর, জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক ও এফডব্লিউভি সাজতারা আক্তার, সহকারী নার্সিং এ্যাটেনডেন্ট আঞ্জুমান আরা, স্বাস্থ্য পরিদর্শক, পৌরসভা নাছিমা আক্তার, এফডব্লিউভি নাজনীন নাহার সভায় উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে গর্ভবতী মায়েদের সাথে মতবিনিময়
আগের পোস্ট