নিজস্ব প্রতিবেদক
“প্রবীণদের সেবা দিন, নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন” -এই স্লোগানে মুন্সীগঞ্জে নানা আয়োজনে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়। পরে আলোচনা সভা হয়। এসময় মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. জানে আলম প্রিন্স এর সঞ্চালনায় র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি জামাল মন্ডল, সহ-সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদ রানা, কার্যকরী সদস্য এড. দেলোয়ার হোসেন শাহজাহান, নব কিশোর মজুমদার, রাজ মল্লিক, লিটন শেখ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
আগের পোস্ট