নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ৬ জনসহ মোট ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মারা গেছে ৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ।
করোনায় আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১৬ জন, গজারিয়ায় ৮ জন, টঙ্গীবাড়ীতে ১০ জন ও সিরাজদিখানে ১১ জনসহ শ্রীনগরে ৭ জন ও লৌহজংয়ে ৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে নারী ও শিশু রয়েছে।
সিভিল সার্জন জানান, গত দুইদিনে ৬২টি নমুনার ফলাফলে কোন করোনা শনাক্ত হয়নি। গত মঙ্গলবার দুপুরে ১৮ জনের ফলাফল পাঠায় আইইডিসিআর। এর মধ্যে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়। তবে এখনো আরো ৩৩ জনের ফলাফল পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জে আক্রান্তরা ঢাকা এবং নারায়ণগঞ্জের আক্তান্তদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে বলে জানান তিনি।
মুন্সীগঞ্জে নতুন করে ৬ জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭
আগের পোস্ট