নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে নতুন করে ৪২ জনসহ মোট ৫৩০ জন করোনা রোগীকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। গত বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৪৮৮ জন। গতকাল শুক্রবার সকালে ১৩০ জনের ফলাফল পাঠায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)। এতে নতুন করে ৪২ জনের ফলাফলে করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩০ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ২৭ জন, সিরাজদিখানে ১ জন, গজারিয়ায় ৫ জন, লৌহজংয়ে ৫ জন এবং টঙ্গিবাড়ী উপজেলায় ১ জন। এ পর্যন্ত ৩১৭২টি নমুনা ঢাকায় প্রেরণ করা হয়। এর মধ্যে রিপোর্ট এসেছে ২৯৭৭টি নমুনার। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৪২ জন করোনা আক্রান্ত রোগী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ।
মুন্সীগঞ্জে নতুন করে ৪২ জনসহ মোট করোনায় আক্রান্ত ৫৩০
আগের পোস্ট