নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে গতকাল বুধবার আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬৬১ জনের করোনা শনাক্ত হলো। গতকাল বুধবার নতুন আরও ২০ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৪ জনে। সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন, বুধবার নতুন শনাক্ত ২০ জনের মধ্যে সদর উপজেলায় ৮ জন, লৌহজং উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১২ ও ১৩ তারিখের ৬৮টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ২০ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ৭৮৭৯টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৭২৮৬টি।
মুন্সীগঞ্জে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত, মোট ১৬৬১
আগের পোস্ট