নিজস্ব প্রতিবেদক
গতকাল শনিবার মুন্সীগঞ্জ জেলায় আরও ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫৪৩ জনের করোনা শনাক্ত হলো। গত ২৪ ঘন্টার এই রিপোর্টে নতুন আরও ৬ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা ৩৫২। সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন, নতুন ৭৫ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩৭ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ১২ জন, সিরাজদিখান উপজেলায় ৯ জন, লৌহজং উপজেলায় ৪ জন ও গজারিয়া উপজেলায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি জানান, শনিবার গত ১০, ১১ ও ১২ জুনের ৩৪৪টি রিপোর্ট এসেছে। এই নিয়ে জেলা ৬৭৭৪টি নমুনার পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রিপোর্ট পাওয়া গেলো। গতকাল শনিবার আরও ৩৭টি সোয়াব পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৬৯৫৪টি। সুস্থ হওয়া ছয়জনের মধ্যে গজারিয়া উপজেলার ৪ এবং সিরাজদিখান উপজেলার ২ জন। জেলায় ১৫৪৩ জনের করোনা শনাক্তের মধ্যে সবচেয়ে বেশী মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সিরাজদিখান উপজেলায় ২২৮ জনের করোনা শনাক্ত হয়ে জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে। ২১৭ জনের করোনা শনাক্ত নিয়ে লৌহজং রয়েছে তৃতীয় স্থানে। শ্রীনগর উপজেলায় ১৫২, গজারিয়া উপজেলায় ১৫৫ এবং টঙ্গীবাড়ি উপজেলায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।