নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে গতকাল বুধবার নতুন আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৩০৩ জনের করোনা শনাক্ত হলো। গতকাল বুধবার নতুন আরও ২৯ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৪ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু নেই। জেলায় মোট মারা গেছেন ৫৫ জন। সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন, বুধবার নতুন শনাক্ত ৮ জনের মধ্যে সদর উপজেলায়ই ৮জন করোনা শনাক্ত হয়েছে। গত ৪ জুলাই তারিখের ১২টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ১১১৬১টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১০৮০০টি।
মুন্সীগঞ্জে নতুন আরও ৮ জনের করোনা শনাক্ত, মোট ২৩০৩ জন
আগের পোস্ট