নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে গতকাল রবিবার নতুন আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২২৫৫ জনের করোনা শনাক্ত হলো। গতকাল রবিবার নতুন আরও ২৫ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৬ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে সদর উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মারা গেছেন ৫৩ জন। সিভিল সার্জন ডা. আবুল কালাম জানিয়েছেন, গতকাল রবিবার নতুন শনাক্ত ৫ জনের মধ্যে সদর উপজেলায় ৪ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ৩ জুলাই তারিখের ২৬টি রিপোর্ট এসেছে এর মধ্যে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মুন্সীগঞ্জে নতুন আরও ৫ জনের করোনা শনাক্ত, জেলায় মোট ২২৫৫ জন
আগের পোস্ট