নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে গতকাল বৃহস্পতিবার নতুন আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৩৫৩ জনের করোনা শনাক্ত হলো। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু নেই। জেলায় মোট মারা গেছেন ৫৫ জন। অন্যদিকে এখনও ২৭৪ জনের নমুনা পেন্ডিং রয়েছে। সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার নতুন শনাক্ত ৫০ জনের মধ্যে সদর উপজেলায় ২২ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৩ জন, সিরাজদিখান উপজেলায় ১২ জন, লৌহজং উপজেলায় ৩ জন, শ্রীনগর উপজেলায় ৩ জন, গজারিয়া উপজেলায় ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, গত ৭ ও ৮ জুলাই তারিখের ২১৭টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মুন্সীগঞ্জে নতুন আরও ৫০ জনের করোনা শনাক্ত
আগের পোস্ট