নিজস্ব প্রতিবেদক
গতকাল শুক্রবার মুন্সীগঞ্জে নতুন আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৬৩৮ জনের করোনা শনাক্ত হলো। গতকাল শুক্রবার নতুন ২০ জন সুস্থ হয়েছে। জেলায় করোনা জয়ীর সংখ্যা ১৪৪০ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু নেই। জেলায় মোট মারা গেছেন ৫৯ জন। সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন, শুক্রবার নতুন শনাক্ত ২৫ জনের মধ্যে সদর উপজেলায় ১২ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ১ জন, সিরাজদিখান উপজেলায় ৬ জন, লৌহজং উপজেলায় ১ জন, শ্রীনগর উপজেলায় ২ জন, গজারিয়া উপজেলায় ৩ জন করোনা শনাক্ত হয়েছে। গত ২১, ২২ ও ২৩ জুলাই তারিখের ১২৬টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ১২৪৬৪টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১২২৩৮টি।
মুন্সীগঞ্জে নতুন আরও ২৫ জনের করোনা শনাক্ত
আগের পোস্ট