নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নে বৃষ্টির পানির চাপে ধসে পড়া সড়কটির সংস্কার শেষে পুরো দমে চলছে যানবাহন। এতে সড়কে চলাচলকারী মানুষদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি।
গতকাল সোমবার দুপুর থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। এলজিইডি ও স্থানীয়দের সহযোগিতায় গত মঙ্গলবার সকাল থেকে সড়কটির সংস্কার চলছিলো। সম্পন্ন হলো সেই সংস্কারের কাজ। এখন স্বাচ্ছন্দ্যে মুন্সীগঞ্জ-মহাকালী ইউনিয়নের সাতানিখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক দিয়ে চলাচল করতে পারবে। এর আগে এই সড়কটির দুরবস্থা নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর স্থানীয় প্রকৌশলী দ্রুত সংস্কার কাজে হাত দেন। এ কাজে স্থানীয় জনগণের পাশাপাশি সহযোগিতা করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
গত ১৫ থেকে ২০ দিন আগে বালু ব্যবসার জন্য সাতানিখিল সড়কের পাশের বিশাল পুকুর খনন যন্ত্র দিয়ে ভরাট শুরু করে উজ্জ্বল হালদার, জুয়েল দেওয়ান ও মিরাজ হালদাররা। তখন বালুর চাপে সড়কের মাঝখানে ফাটল দেখা দেয়। গত সোমবার ৩০ সেপ্টেম্বর রাতে সড়কটি গাছপালাসহ খালে ভেঙে পড়ে শুরু হয় চরম দূর্ভোগ।
জুয়েল দেওয়ান বলেন, বালু ভরাটের সঙ্গে দেওয়ান মুজিবুর কোনোভাবেই জড়িত ছিল না। আমাদের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক আছে। তিনি আরো বলেন, যেহেতু সড়কটি ভেঙে যাওয়ায় সবারই অসুবিধা হচ্ছিলো, তাই সংস্কার কাজে শ্রম ও মাটি দিয়ে আমরাও সহযোগিতা করেছি।