নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর উৎসব শারদীয় দুর্গাপূজা শেষে প্রথম পূর্ণিমা তিথিতে অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত এ পূজা পরিদর্শন করেছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, বাংলাদেশ জাতীয় পূজা উদযাপন পরিষদের সদস্য শ্যামল রায়, চিত্রকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, স্থানীয় ইউপি মেম্বার মোঃ জয়নাল বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
শাস্ত্রমতে জানা যায়, দেবী লক্ষ্মী ধন-স¤পদ তথা ঐশ্বর্যের প্রতীক। এছাড়া উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিব) আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবীও তিনি। তিনি খ্যাতি, জ্ঞান, সাহস ও শক্তি, জয়, সুসন্তান, বীরত্ব, স্বর্ণ, অন্যান্য রত্নরাজি, শস্য, সুখ, বুদ্ধি, সৌন্দর্য, উচ্চাশা, উচ্চভাবনা, নৈতিকতা, সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন দান করেন।
মুন্সীগঞ্জে দেবী লক্ষ্মীর পূজা পরিদর্শনে পূজা উদযাপন পরিষদ
আগের পোস্ট