নিজস্ব প্রতিবেদক
“ডেঙ্গু প্রতিরোধে আমরা টিটিসি/সাথে চাই সচেতন প্রতিবেশী” -এ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে ডেঙ্গু কার্যক্রম-২০২৩ পালিত হয়েছে। মুন্সীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) গতকাল রবিবার দুপুর ১২টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবুর রহমান। মুন্সীগঞ্জ টিটিসির অধ্যক্ষ শাহনাজ আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন টিটিসির একাডেমী ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আল মামুন, মুন্সীগঞ্জ পিডাব্লিউডি’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাব)-এর মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং প্রমুখ।