নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে এ বছর জাঁকজমকপূর্ণভাবে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল “ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়”। মুন্সীগঞ্জ ডায়াবেটিক সমিতি ও এসিআই ফার্মাসিউটিক্যালসের যৌথ প্রযোজনায় এ দিবসটি পালিত হয়। জনগণকে সচেতন করার জন্য পূর্ব থেকেই মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হয়। প্রধান আকর্ষণের মধ্যে ছিল দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান। এসময় ১১০ জন নতুন রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করেন এসিআই ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার মিজানুর রহমান বেপারী।
রোগীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন সিনিয়র মেডিক্যাল অফিসার ডাঃ হাসান হাফিজুর রহমান, ডাঃ মোহাম্মদ আব্দুল হালিম ও ডাঃ আক্তার হোসেন বাপ্পী। এসময় কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য রশীদ আহমদ মামুন ও এডমিনিস্ট্রেটিভ অফিসার মঞ্জুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।