কাজী আকরাম : মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দাম নেওয়া অভিযুক্ত সেই পুলিশ সদস্যকে টাঙ্গাইল জেলায় বদলি করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে, গত ৬ এপ্রিল পাসপোর্ট হারানো সংক্রান্ত বিষয়ে সালমান কবীর নামে এক ভুক্তভোগী সিরাজদিখান থানায় গেলে এএসআই মাহফুজুর রহমান তার কাছ থেকে তিন প্যাকেট বেনসন সিগারেট বা তার সমমূল্য (১২০০) টাকা ঘুষ নেন। বিষয়টি প্রকাশ হয়ে পড়লে পরদিন ৭ এপ্রিল এএসআই মাহফুজুর রহমানের আলোচিত ঘটনা তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবহিত হন।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, অভিযুক্ত এএসআই মাহফুজুর রহমানকে টাঙ্গাইল জেলায় বদলি করা হয়েছে।
তিনি আরও জানান, শুধু বদলি নয়, তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিরাজদিখান থানা সূত্রে জানা গেছে, তার বদলির আদেশ একমাস আগেই হয়েছিল। কি কারণে তিনি কর্মস্থল ছেড়ে যাননি বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে।