নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা পার্টির আয়োজনে শহরের মাঠপাড়া এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নিহত ছাত্র-জনতার স্মরণে দোয়া করা হয়। এর আগে মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের কাজে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন। সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক উল্লাহ সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির মহিলা নেত্রী কাকলি বেগম, সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাকিম হাওলাদার, গজারিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হান্নান খান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ, মুন্সীগঞ্জ পৌর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন খান বাদল, মিরকাদিম পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ ইসমাইল হোসেন রাহাত, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা জাতীয় পার্টির সমাজকল্যাণ সম্পাদক আলী হোসেন, জাতীয় যুব সংহতি মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।