নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের দর্পনা সিনেমা হল সংলগ্ন পৌর মার্কেটে দ্বিতীয় তলায় জেলা পার্টি অফিসে ১লা জানুয়ারী জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ সদস্য মোঃ জামাল হোসেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল বাতেন। অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম দিদার, জেলা যুব-সংহতির আহ্বায়ক মুনাম আহম্মেদ ভূইয়া, বজলুর রহমান অরুণ, পুনম আহম্মেদ বাচ্চু প্রমুখ।
মুন্সীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আগের পোস্ট