নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে পালন করা হলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনমনা প্রাঙ্গণের বর্ষপূতি অনুষ্ঠান। কবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক আনোয়ার হোসেন ওরফে আনমনা আনুর নামানুসারে গঠন করা ‘আনমনা প্রাঙ্গণ’ এর তৃতীয় বর্ষে পদার্পণকে ঘিরে গত মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় জমকালো আয়োজনে সংগঠনটির বর্ষপূর্তি পালন করা হয়। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন এবং সবশেষে কনসার্টের আয়োজন চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও সংগঠক মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক কর্মী আরিফ উল ইসলাম, সাবেক সভাপতি কাজী দীপুসহ মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মুন্সীগঞ্জে জমকালো আয়োজনে হয়ে গেল আনমনা প্রাঙ্গণের বর্ষপূর্তি উৎসব
আগের পোস্ট