নিজস্ব প্রতিবেদক
শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিরাপদ ও মুক্ত বুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় এ মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে মৌন মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি হরগঙ্গা কলেজের ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে কলেজের নতুন ১০ তলা ভবনের নিচে সংক্ষিপ্ত স্মরণ সভা হয়।
সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থিয়েল, জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক সাফিল আস সামি, সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রনেতা হৃদয়। মৌন মিছিল ও স্মরণ সভায় ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।