নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার জমি সংক্রান্ত খতিয়ানসমূহের ডিজিটালাইজেশনের কাজ প্রায় শতভাগ সম্পন্ন করা হয়েছে বলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের ওয়েব সাইডে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে একটি ঘোষণা জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসনের ওয়েব সাইডে দেয়া হয়েছে গতকাল বুধবার। এ সুখবরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে মুন্সীগঞ্জবাসী। এখন থেকে এ সংক্রান্ত সেবাগ্রহীতাগণ সম্পূর্ণ বিনামূল্যে খতিয়ান-পর্চার খসড়া কপি অনলাইনে সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে। w.eporcha.gov.bd সাইটটিতে প্রবেশ করে নাগরিক কর্নারে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে তাৎক্ষণিক খসড়া কপি প্রিন্ট করতে পারবেন সেবাগ্রহীতাগণরা। অনলাইনে দাগ অথবা খতিয়ান দুটির যেকোন একটি তথ্য দিয়ে খতিয়ান সার্চ করার সুযোগ থাকায় খতিয়ান খোঁজার দীর্ঘদিনের জটিলতা নিরসন হবে এ প্রক্রিয়ার মাধ্যমে।
মুন্সীগঞ্জে খতিয়ান-পর্চার খসড়া কপি অনলাইনে সংগ্রহ করা যাবে
আগের পোস্ট