নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব কাঁচি প্রতীক নিয়ে গত ৭ জানুয়ারি রবিবার বিপুল ভোটে বিজয় লাভ করেন। এ উপলক্ষে মুন্সীগঞ্জ শহরে আনন্দ মিছিল হয়েছে। গতকাল সোমবার দিনভর বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়। এতে অংশগ্রহণ করেন নানা শ্রেণি পেশার মানুষ। এছাড়াও সকালের দিকে মুন্সীগঞ্জ ও গজারিয়া থেকে কাঁচির সমর্থকরা এসে বিজয়ী প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাথে সৌজন্যসাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা জানান।
মুন্সীগঞ্জে কাঁচির বিজয় মিছিল
আগের পোস্ট