নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় ৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এদের সকলেই বিদেশ ফেরত প্রবাসী। জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, সিরাজদিখানে ১৫ জন, শ্রীনগরে ১০ জন, টঙ্গীবাড়ীতে ১৮ জন, লৌহজংয়ে ৪ জন ও গজারিয়ায় ৪ জন রয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, দুপুর ১টা পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় মোট ৭০ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এর আগে গত সোমবার জেলায় ৪৬ জন কোয়ারেন্টাইনে ছিলো। একদিনের ব্যবধানে ২৪ জন বেড়েছে। ওই ৭০ জনকে নির্দিষ্ট সময় অর্থাৎ ১৪ দিন তাদের হোম কোয়ারান্টাইনে থাকবে। তাদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, এছাড়া জেলা ১১ সদস্য ও প্রতি উপজেলা ১০ সদস্য বিশিষ্ট করোনা প্রতিরোধ কমিটি করা হয়েছে। কমিটির মাধ্যমে জেলা করোনা বিষয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
মুন্সীগঞ্জে করোনার শঙ্কায় ৭০ জন হোম কোয়ারেন্টাইনে
আগের পোস্ট